মঞ্জু গুপ্ত, তরুণ বন্দোপাধ্যায়
সুরের গুরু, দাও
সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা--
মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা ॥
মন্দাকিনীর ধারা,উষার শুকতারা,
কনকচাঁপা কানে কানে যে সুর পেল শিক্ষা ॥
তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত
যাব যেথায় বেসুর বাজে নিত্য।
কোলাহলের বেগে ঘুর্ণি উঠে জেগে,
নিয়ো তুমি আমার বীণার সেইখানেই পরীক্ষা ॥
রাগ : কাফি-কানাড়া
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1337
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1931
রচনাস্থান :
স্বরলিপিকার: 1931