অন্য ক্ষেত্র, সুদক্ষিণা

সে দিন আমায়

সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই--
ফিরে ফিরে চলে গেলে তাই॥
          তখনো খেলার বেলা-- বনে মল্লিকার মেলা,
          পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥
আজি এল হেমন্তের দিন
কুহেলীবিলীন, ভূষণবিহীন।
          বেলা আর নাই বাকি,   সময় হয়েছে নাকি--
          দিনশেষে দ্বারে বসে পথপানে চাই।

রাগ : বেহাগ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1922

রচনাস্থান :

স্বরলিপিকার: 1922

অন্য ক্ষেত্র, সুদক্ষিণা - অন্যান্য নিবেদন