নাই বা ডাকো
নাই বা ডাকো রইব তোমার দ্বারে,
মুখ ফিরালে ফিরব না এইবারে ॥
বসব তোমার পথের ধুলার 'পরে,
এড়িয়ে আমায় চলবে কেমন করে--
তোমার তরে যে জন গাঁথে মালা
গানের কুসুম জুগিয়ে দেব তারে ॥
রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।
জেগে রব গভীর উপবাসে
অন্ন তোমার আপনি যেথায় আসে--
যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বালো
বসে রব সেথায় অন্ধকারে ॥
রাগ : তিলক কামোদ
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ২৬ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1914
রচনাস্থান : সুরুল
স্বরলিপিকার: 1914