গীতা ঘটক

বিদায় করেছ যারে

বিদায় করেছ যারে নয়ন-জলে,
এখন ফিরাবে তারে কিসের ছলে    গো॥
আজি মধু সমীরণে    নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে    বকুলতলে॥
সে দিনও তো মধুনিশি    প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশ দিশি    কুসুমদলে।
দুটি সোহাগের বাণী    যদি হত কানাকানি
যদি ঐ মালাখানি    পরাতে গলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে    গো
মধুনিশি পূর্ণিমার    ফিরে আসে বার বার,
সে জন ফেরে না আর    যে গেছে চলে
ছিল তিথি অনকূল,    শুধু নিমেষের ভুল--
চিরদিন তৃষাকুল    পরান জ্বলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে    গো। ।

রাগ : দরবারী কানাড়া

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1886

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1886

গীতা ঘটক - অন্যান্য নিবেদন