গীতা ঘটক

আমি যে আর

     আমি যে আর সইতে পারি নে।
সুরে বাজে মনের মাঝে গো,    কথা দিয়ে কইতে পারি নে॥
হৃদয়লতা নুয়ে পড়ে    ব্যথাভরা ফুলের ভরে গো,
     আমি সে আর বইতে পারি নে॥
     আজি আমার নিবিড় অন্তরে॥
কী হাওয়াতে কাঁপিয়ে দিল গো    পুলক-লাগা আকুল মর্মরে।
কোন্‌ গুণী আজ উদাস প্রাতে    মীড় দিয়েছে কোন্‌ বীণাতে গো--
     ঘরে যে আর রইতে পারি নে॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৯ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৬ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান : সুরুল

স্বরলিপিকার: ২৬ অগাস্ট, ১৯১৪

গীতা ঘটক - অন্যান্য নিবেদন