গীতা ঘটক

রাতে রাতে আলোর

     রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে
          ঘরের কোণে আসন মেলে॥
বুঝি সময় হল এবার     আমার প্রদীপ নিবিয়ে দেবার--
          পূর্ণিমাচাঁদ, তুমি এলে॥
     এত দিন সে ছিল তোমার পথের পাশে
          তোমার দরশনের আশে।
আজ তারে যেই পরশিবে    যাক সে নিবে, যাক সে নিবে--
          যা আছে সব দিক সে ঢেলে॥

রাগ : ছায়ানট

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৫ ফাল্গুন, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৭ ফেব্রুয়ারি, ১৯২২

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২৭ ফেব্রুয়ারি, ১৯২২

গীতা ঘটক - অন্যান্য নিবেদন