প্রিয়াঙ্গী লাহিড়ী

আমার মল্লিকাবনে যখন

আমার   মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি॥
          তখনো কুহেলীজালে,
          সখা,   তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি॥
এখনো বনের গান,   বন্ধু হয় নি তো অবসান--
              তবু   এখনি যাবে কি চলি।
              ও মোর   করুণ বল্লিকা,
              ও তোর   শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি॥

রাগ : কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1337

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1931

রচনাস্থান :

স্বরলিপিকার: 1931

প্রিয়াঙ্গী লাহিড়ী - অন্যান্য নিবেদন