তুমি নব নব রূপে
তুমি নব নব রূপে এসো প্রাণে।
এসো গন্ধে বরনে, এসো গানে।
এসো অঙ্গে পুলকময় পরশে,
এসো চিত্তে অমৃতময় হরষে,
এসো মুগ্ধ মুদিত দু নয়ানে॥
এসো নির্মল উজ্জ্বল কান্ত,
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত,
এসো এসো হে বিচিত্র বিধানে।
এসো দুঃখে সুখে, এসো মর্মে,
এসো নিত্য নিত্য সব কর্মে;
এসো সকল-কর্ম-অবসানে॥
রাগ : রামকেলী
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : ২৬ ভাদ্র, ১৩০১
রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ সেপ্টেম্বর, ১৮৯৪
রচনাস্থান : পতিসর
স্বরলিপিকার: ১০ সেপ্টেম্বর, ১৮৯৪