ছিল যে পরানের
ছিল যে পরানের অন্ধকারে
এল সে ভুবনের আলোক-পারে॥
স্বপনবাধা টুটি বাহিরে এল ছুটি,
অবাক্ আঁখি দুটি হেরিল তারে॥
মালাটি গেঁথেছিনু অশ্রুধারে,
তারে যে বেঁধেছিনু সে মায়াহারে।
নীরব বেদনায় পূজিনু যারে হায়
নিখিল তারি গায় বন্দনা রে॥
রাগ : ভৈরবী
তাল : একতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩২৫
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1918
রচনাস্থান :
স্বরলিপিকার: 1918