অমৃতা ভট্টাচার্য্য, জয় গুপ্ত

ভুল করেছিনু, ভুল ভেঙ্গেছে

ভুল করেছিনু ভুল ভেঙেছে।
এবার জেগেছি, জেনেছি,
এবার আর ভুল নয় ভুল নয়।
ফিরেছি মায়ার পিছে পিছে,
জেনেছি স্বপন সব মিছে।
বিঁধেছে বাসনা-কাঁটা প্রাণে,
এ তো ফুল নয় ফুল নয়!
পাই যদি ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না লয়ে মন।
ওই প্রেমময় প্রাণে, লইব আশ্রয় সখী,
অতল সাগর এ সংসার,
এ তো কূল নয় কূল নয়!

রাগ : কীর্তন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1888

অমৃতা ভট্টাচার্য্য, জয় গুপ্ত - অন্যান্য নিবেদন