প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য

আজি নাহি নাহি নিদ্রা

আজি   নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
তোমার ভবনতলে       হেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জেগে জোড়হাতে ॥
          ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
          রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
          দ্বার খোলো হে দ্বার খোলো--
প্রভু,   করো দয়া, দেহো দেখা দুখরাতে ॥

রাগ : কাফি

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1315

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান :

স্বরলিপিকার: 1909

প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য - অন্যান্য নিবেদন