Instrumental

কী পাই নি

কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি।
আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি॥
ভালোবেসেছিনু এই ধরণীরে   সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে,
          কত বসন্তে দখিনসমীরে   ভরেছে আমারি সাজি॥
নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে,
বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে।
মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার,   তাই নিয়ে কেবা করে হাহাকার--
          সুর তবু লেগেছিল বারে-বার   মনে পড়ে তাই আজি॥

রাগ : ইমন-কীর্তন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৯ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২ এপ্রিল, ১৯২৬

Instrumental - অন্যান্য নিবেদন