Instrumental

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে

          প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে   আরো আরো আরো দাও প্রাণ।
          তব ভুবনে তব ভবনে
মোরে   আরো আরো আরো দাও স্থান ॥
          আরো আলো আরো আলো
এই      নয়নে, প্রভু, ঢালো।
          সুরে সুরে বাঁশি পুরে
তুমি    আরো আরো আরো দাও তান ॥
          আরো বেদনা আরো বেদনা,
প্রভু,   দাও মোরে আরো চেতনা।
          দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে   করো ত্রাণ মোরে করো ত্রাণ।
          আরো প্রেমে আরো প্রেমে
মোর    আমি ডুবে যাক নেমে।
          সুধাধারে আপনারে
তুমি    আরো আরো আরো করো দান ॥

রাগ : খাম্বাজ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২১ জ্যৈষ্ঠ, ১৩১৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৩ জুন, ১৯১২

রচনাস্থান : লোহিত সমুদ্রবক্ষে জাহাজে

স্বরলিপিকার: ৩ জুন, ১৯১২

Instrumental - অন্যান্য নিবেদন