দেবব্রত বিশ্বাস, পদ্মিনী দাসগুপ্ত

চিত্ত আমার হারালো

চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে--
কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে॥
   বিজুলি তার বীণার তারে   আঘাত করে বারে বারে,
   বুকের মাঝে বজ্র বাজে কী মহাতানে॥
পুঞ্জ পুঞ্জ ভারে ভারে   নিবিড় নীল অন্ধকারে
জড়ালো রে অঙ্গ আমার, ছড়ালো প্রাণে।
   পাগল হাওয়া নৃত্যে মাতি   হল আমার সাথের সাথি--
   অট্ট হাসে ধায় কোথা সে, বারণ না মানে॥

রাগ : মল্লার

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1317

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান : তিনধরিয়া

স্বরলিপিকার: 1910

দেবব্রত বিশ্বাস, পদ্মিনী দাসগুপ্ত - অন্যান্য নিবেদন