সায়ন সেনগুপ্ত

ক্লান্ত বাঁশির শেষ

ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে
শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে।
     সুরখানি ওই নিয়ে কানে    পাল তুলে দিই পারের পানে,
          চৈত্ররাতের মলিন মালা রইবে আমার সাথে॥
পথিক আমি এসেছিলেম তোমার বকুলতলে--
পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে।
     ঝরা যূথীর পাতায় ঢেকে    আমার বেদন গেলেম রেখে,
          কোন্‌ ফাগুনে মিলবে সে-যে তোমার বেদনাতে॥

রাগ : রামকেলী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : জ্যৈষ্ঠ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1922

রচনাস্থান :

স্বরলিপিকার: 1922

সায়ন সেনগুপ্ত - অন্যান্য নিবেদন