সায়ন সেনগুপ্ত

এ পথে আমি-যে

এ পথে আমি-যে গেছি বার বার, ভুলি নি তো এক দিনও।
আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ॥
তবু মনে মনে জানি নাই ভয়,   অনুকূল বায়ু সহসা যে বয়--
          চিনিব তোমায় আসিবে সময়,   তুমি যে আমায় চিন॥
একেলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা।
তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা।
পথের ধারেতে ফুটিল যে ফুল   জানি জানি তারা ভেঙে দেবে ভুল--
          গন্ধে তাদের গোপন মৃদুল   সঙ্কেত আছে লীন॥

রাগ : বেহাগ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৫ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১ এপ্রিল, ১৯২৬

সায়ন সেনগুপ্ত - অন্যান্য নিবেদন