অজয় বর্ধন

ফুলটি ঝরে গেছে রে.

            ফুলটি ঝরে গেছে রে।
বুঝি সে উষার আলো   উষার দেশে চলে গেছে॥
শুধু সে পাখিটি           মুদিয়া আঁখিটি
সারাদিন একলা বসে     গান     গাহিতেছে॥
প্রতিদিন দেখত যারে    আর তো তারে দেখতে না পায়--
তবু সে নিত্যি আসে গাছের শাখে, সেইখেনেতেই বসে থাকে,
সারা দিন   সেই গানটি গায়  সন্ধ্যা হলে কোথায় চলে যায়॥

রাগ : ভৈরবী

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1291

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

অজয় বর্ধন - অন্যান্য নিবেদন