অজয় বর্ধন

ওহে সুন্দর, মরি

ওহে         সুন্দর, মরি মরি,
তোমায়     কী দিয়ে বরণ করি ॥
তব          ফাল্গুন যেন আসে
আজি        মোর পরানের পাশে,
দেয়          সুধারসধারে-ধারে
মম           অঞ্জলি ভরি ভরি ॥
মধু          সমীর দিগঞ্চলে
আনে        পুলকপূজাঞ্জলি--
মম           হৃদয়ের পথতলে
যেন          চঞ্চল আসে চলি।
মম           মনের বনের শাখে
যেন          নিখিল কোকিল ডাকে,
যেন          মঞ্জরীদীপশিখা
নীল          অম্বরে রাখে ধরি ॥

রাগ : বাহার-কীর্তন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩২৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1918

রচনাস্থান :

স্বরলিপিকার: 1918

অজয় বর্ধন - অন্যান্য নিবেদন