অজয় বর্ধন

ঝরা পাতা গো

ঝরা পাতা গো, আমি তোমারি দলে।
     অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র    আমার হিয়াতলে॥
     ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে
     শেষের বেশে সেজেছ তুমি কি এ।
     খেলিলে হোলি ধূলায় ঘাসে ঘাসে
          বসন্তের এই চরম ইতিহাসে।
তোমারি মতো আমারো উত্তরী
     আগুন-রঙে দিয়ো রঙিন করি--
          অস্তরবি লাগাক পরশমণি
              প্রাণের মম শেষের সম্বলে॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২০ ফাল্গুন, ১৩৩৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৪ মার্চ, ১৯৩১

রচনাস্থান :

স্বরলিপিকার: ৪ মার্চ, ১৯৩১

অজয় বর্ধন - অন্যান্য নিবেদন