অজয় বর্ধন

ওরে ভাই, ফাগুন

ওরে ভাই,  ফাগুন লেগেছে বনে বনে--
ডালে ডালে ফুলে ফুলে  পাতায় পাতায় রে,
    আড়ালে আড়ালে কোণে কোণে॥
    রঙে রঙে রঙিল আকাশ,  গানে গানে নিখিল উদাস--
    যেন চল-চঞ্চল নব পল্লবদল  মর্মরে মোর মনে মনে। ।
        হেরো  হেরো অবনীর রঙ্গ,
        গগনের করে তপোভঙ্গ।
হাসির আঘাতে     তার মৌন রহে না আর,
কেঁপে কেঁপে ওঠে খনে খনে।
    বাতাস ছুটিছে বনময় রে,  ফুলের না জানে পরিচয় রে।
    তাই বুঝি বারে বারে    কুঞ্জের দ্বারে দ্বারে
        শুধায়ে ফিরিছে জনে জনে॥

রাগ : বসন্ত

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1321

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1915

রচনাস্থান :

স্বরলিপিকার: 1915

অজয় বর্ধন - অন্যান্য নিবেদন