ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়।
তিমিরবিদার উদার অভ্যুদয়, তোমারি হউক জয় ॥
হে বিজয়ী বীর, নব জীবনের প্রাতে
নবীন আশার খড়্গ তোমার হাতে--
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয় ॥
এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারি হউক জয়।
এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারি হউক জয়।
প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,
দুঃখের পথে তোমারি তূর্য বাজে--
অরুণবহ্নি জ্বালাও চিত্তমাঝে, মৃত্যুর হোক লয় ॥
রাগ : ভৈরবী
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ৩০ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৭ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান : এলাহাবাদ
স্বরলিপিকার: ১৭ অক্টোবর, ১৯১৪