অজয় বর্ধন

ছায়া ঘনাইছে বনে

ছায়া ঘনাইছে বনে বনে,   গগনে গগনে ডাকে দেয়া।
কবে নবঘন-বরিষনে     গোপনে গোপনে এলি কেয়া ॥
     পুরবে নীরব ইশারাতে   একদা নিদ্রাহীন রাতে
          হাওয়াতে কী পথে দিলি খেয়া--
              আষাঢ়ের খেয়ালের কোন্‌ খেয়া ॥
যে মধু হৃদয়ে ছিল মাখা   কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা।
     বুঝি এলি যার অভিসারে   মনে মনে দেখা হল তারে,
          আড়ালে আড়ালে দেয়া-নেয়া--
              আপনায় লুকায়ে দেয়া-নেয়া ॥

রাগ : পিলু

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923

রচনাস্থান :

স্বরলিপিকার: 1923

অজয় বর্ধন - অন্যান্য নিবেদন