প্রাণ চায় চক্ষু
প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা।
সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা॥
মুখে নাহি নিঃসরে ভাষ, দহে অন্তরে নির্বাক বহ্নি।
ওষ্ঠে কী নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্বী!
মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টকশয্যা
মিলনসমুদ্রবেলায় চির- বিচ্ছেদজর্জর মজ্জা॥
রাগ : ভৈরবী-বাউল
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1321
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1914
রচনাস্থান :
স্বরলিপিকার: 1914