অজয় বর্ধন

আমার এ পথ

আমার এ পথ তোমার পথের থেকে   অনেক দূরে গেছে বেঁকে॥
     আমার ফুলে আর কি কবে   তোমার মালা গাঁথা হবে,
     তোমার বাঁশি দূরের হাওয়ায়   কেঁদে বাজে কারে ডেকে॥
শ্রান্তি লাগে পায়ে পায়ে   বসি পথের তরুছায়ে।
     সাথিহারার গোপন ব্যথা   বলব যারে সেজন কোথা--
     পথিকরা যায় আপন-মনে,   আমারে যায় পিছু রেখে॥

রাগ : ভৈরব

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : কার্তিক, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1924

রচনাস্থান :

স্বরলিপিকার: 1924

অজয় বর্ধন - অন্যান্য নিবেদন