সঞ্জয় গঙ্গোপাধ্যায়

এসেছিনু দ্বারে তব

     এসেছিনু দ্বারে তব শ্রাবণরাতে,
     প্রদীপ নিভালে কেন অঞ্চলঘাতে॥
     অন্তরে কালো ছায়া পড়ে আঁকা
     বিমুখ মুখের ছবি মনে রয় ঢাকা,
          দুঃখের সাথি তারা ফিরিছে সাথে॥
কেন দিলে না মাধুরীকণা,   হায় রে কৃপণা।
     লাবণ্যলক্ষ্মী বিরাজে,   ভুবনমাঝে,
          তারি লিপি দিলে না হাতে॥

রাগ : খাম্বাজ

তাল : ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ) : 1346

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন