সঞ্জয় গঙ্গোপাধ্যায়

ফাগুনের পূর্ণিমা এল

ফাগুনের পূর্ণিমা   এল কার লিপি হাতে।
বাণী তার বুঝি না রে,   ভরে মন বেদনাতে॥
     উদয়শৈলমূলে   জীবনের কোন্‌ কূলে
     এই বাণী জেগেছিল   কবে কোন্‌ মধুরাতে॥
মাধবীর মঞ্জরী   মনে আনে বারে বারে
বরণের মালা গাঁথা   স্মরণের পরপারে।
     সমীরণে কোন্‌ মায়া   ফিরিছে স্বপনকায়া,
     বেণুবনে কাঁপে ছায়া   অলখ-চরণ-পাতে॥

রাগ : খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923

রচনাস্থান :

স্বরলিপিকার: 1923

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন