সঞ্জয় গঙ্গোপাধ্যায়

শীতের বনে কোন্

শীতের বনে কোন্‌ সে কঠিন আসবে ব'লে
শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে॥
আম্‌লকি-ডাল সাজল কাঙাল,   খসিয়ে দিল পল্লবজাল,
কাশের হাসি হাওয়ায় ভাসি যায় সে চলে॥
সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা
তাই তো আপন রঙ ঘুচালো ঝুম্‌কোলতা।
উত্তরবায় জানায় শাসন,   পাতল তপের শুষ্ক আসন,
সাজ-খসাবার হায় এই লীলা কার অট্টরোলে॥

রাগ : খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927

রচনাস্থান :

স্বরলিপিকার: 1927

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন