মেঘছায়ে সজল বায়ে
মেঘছায়ে সজল বায়ে মন আমার
উতলা করে সারাবেলা কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হয় রে॥
কোন্ বসন্তের নিশীথে যে বকুলমালাখানি পরালে
তার দলগুলি গেছে ঝরে, শুধু গন্ধ ভাসে প্রাণে॥
জানি ফিরিবে না আর ফিরিবে না, জানি তব পথ গেছে সুদূরে
পারিলে না তবু পারিলে না চিরশূন্য করিতে ভুবন মম--
তুমি নিয়ে গেছ মোর বাঁশিখানি, দিয়ে গেছ তোমার গান॥
রাগ : কাফি-কানাড়া
তাল : ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ) : 1344
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1937
রচনাস্থান :
স্বরলিপিকার: 1937