সঞ্জয় গঙ্গোপাধ্যায়

গগনে গগনে আপনার মনে

          গগনে গগনে আপনার মনে কী খেলা তব।
          তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব॥
জটার গভীরে লুকালে রবিরে,   ছায়াপটে আঁকো এ কোন্‌ ছবি রে।
          মেঘমল্লারে কী বল আমারে কেমন কব॥
          বৈশাখী ঝড়ে সে দিনের সেই অট্টহাসি
          গুরুগুরু সুরে কোন্‌ দূরে দূরে যায় সে ভাসি।
সে সোনার আলো শ্যামলে মিশালো-- শ্বেত উত্তরী আজ কেন কালো।
          লুকালে ছায়ায় মেঘের মায়ায় কী বৈভব॥

রাগ : মিশ্র মল্লার

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৫ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৭ ফেব্রুয়ারি, ১৯২৭

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২৭ ফেব্রুয়ারি, ১৯২৭

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন