সঞ্জয় গঙ্গোপাধ্যায়

ওগো আমার চির-অচেনা

ওগো আমার চির-অচেনা পরদেশী,
ক্ষণতরে এসেছিলে নির্জন নিকুঞ্জ হতে কিসের আহ্বানে॥
     যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার,
     আভাস তারি হৃদয়ে বাজিছে সদা
     যেন কাহার বাঁশির মনোমোহন সুরে॥
প্রভাতে একা বসে গেঁথেছিনু মালা,
ছিল পড়ে তৃণতলে অশোকবনে।
     দিনশেষে ফিরে এসে পাই নি তারে,
     তুমিও কোথা গেছ চলে--
     বেলা গেল, হল না আর দেখা ॥

রাগ : পিলু-ভীমপলশ্রী

তাল : অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ) : 1344

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1937

রচনাস্থান :

স্বরলিপিকার: 1937

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন