ব্যাকুল বকুলের ফুলে
ব্যাকুল বকুলের ফুলে ভ্রমর মরে পথ ভুলে॥
আকাশে কী গোপন বাণী বাতাসে করে কানাকানি,
বনের অঞ্চলখানি পুলকে উঠে দুলে দুলে॥
বেদনা সুমধুর হয়ে ভুবনে আজি গেল বয়ে।
বাঁশিতে মায়া-তান পুরি কে আজি মন করে চুরি,
নিখিল তাই মরে ঘুরি বিরহসাগরের কূলে॥
রাগ : পরজ-বসন্ত
তাল : নবতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1324
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1917
রচনাস্থান :
স্বরলিপিকার: 1917