আলোয় আলোকময় করে
আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো।
আমার নয়ন হতে আঁধার মিলালো মিলালো ॥
সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা,
যে দিক-পানে নয়ন মেলি ভালো সবই ভালো ॥
তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ।
তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান।
তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে,
হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো ॥
রাগ : ভৈরব
তাল : তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ২০ অগ্রহায়ণ, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909
রচনাস্থান : বোলপুর
স্বরলিপিকার: 1909