সখী, সে গেল
সখী, সে গেল কোথায়, তারে ডেকে নিয়ে আয়।
দাঁড়াব ঘিরে তারে তরুতলায়॥
আজি এ মধুর সাঁঝে কাননে ফুলের মাঝে
হেসে হেসে বেড়াবে সে, দেখিব তায়॥
আকাশের তারা ফুটেছে, দখিনে বাতাস ছুটেছে,
পাখিটি ঘুমঘোরে গেয়ে উঠেছে।
আয় লো আনন্দময়ী, মধুর বসন্ত লয়ে,
লাবণ্য ফুটাবি লো তরুতলায়॥
রাগ : বেহাগ
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888
রচনাস্থান : কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: 1888