তুমি কি গো পিতা আমাদের
তুমি কি গো পিতা আমাদের।
ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের।।
ওই-যে নয়নে তব অরুণকিরণ নব,
বিমল চরণতলে ফুল ফুটে প্রভাতের।।
ওই কি স্নেহের রবে ডাকিছ মোদের সবে।
তোমার আসন ঘেরি দাঁড়াব কি কাছে গিয়া।
হৃদয়ের ফুলগুলি যতনে ফুটায়ে তুলি
দিবে কি বিমল করি প্রসাদসলিল দিয়া।।
রাগ : রামকেলী
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1287
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1880
রচনাস্থান :
স্বরলিপিকার: 1880