দেবব্রত বিশ্বাস

কাছে ছিলে দূরে গেলে

কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এস কাছে।
ভুবন ভ্রমিলে তুমি, সে এখনো বসে আছে।
ছিল না প্রেমের আলো, চিনিতে পার নি ভালো,
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে!

রাগ : মিশ্র আলাহিয়া - মিশ্র কেদারা

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1888

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন