গানের ঝরনাতলায়
গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে।
দাও আমারে সোনার-বরন সুরের ধারা ঢেলে ॥
যে সুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে,
কান্নাসাগর-পানে যে যায় বুকের পাথর ঠেলে ॥
যে সুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে,
রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে।
যে সুর চাঁপার পেয়ালা ভ'রে দেয় আপনায় উজাড় ক'রে,
যায় চলে যায় চৈত্রদিনের মধুর খেলা খেলে ॥
রাগ : খাম্বাজ-বাউল
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : পৌষ, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1924
রচনাস্থান :
স্বরলিপিকার: 1924