দেবব্রত বিশ্বাস

আমার বেলা যে যায়

        আমার   বেলা যে যায় সাঁঝ-বেলাতে
        তোমার  সুরে সুরে সুর মেলাতে ॥
একতারাটির একটি তারে      গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে        হার মেনেছি এই খেলাতে
        তোমার  সুরে সুরে সুর মেলাতে ॥
             আমার এ তার বাঁধা কাছের সুরে,
             ওই বাঁশি যে বাজে দূরে।
গানের লীলার সেই কিনারে     যোগ দিতে কি সবাই পারে
        বিশ্বহৃদয়পারাবারে        রাগরাগিণীর জাল ফেলাতে--
        তোমার  সুরে সুরে সুর মেলাতে?।

রাগ : খাম্বাজ

তাল : দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1326

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1919

রচনাস্থান :

স্বরলিপিকার: 1919

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন