হায় অতিথি, এখনি
হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা।
দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥
এসেছিলে দ্বিধাভরে
কিছু বুঝি চাবার তরে,
নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা।
জানালে না গানের ভাষায় এনেছিলে যে প্রত্যাশা।
শাখার আগায় বসল পাখি, ভুলে গেল বাঁধতে বাসা।
দেখা হল, হয় নি চেনা--
প্রশ্ন ছিল, শুধালে না--
আপন মনের আকাঙক্ষারে আপনি কেন করলে হেলা ॥
রাগ : ভৈরবী
তাল : ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ) : ৫ অগ্রহায়ণ, ১৩৩৫
রচনাকাল (খৃষ্টাব্দ) : ২১ নভেম্বর, ১৯২৮
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ২১ নভেম্বর, ১৯২৮