তোমার কাছে এ বর
তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি
গানের সুরে ॥
যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় গো পুরে গানের সুরে ॥
সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে গানের মতো।
আলোক সেথা দেয় গো আনি
আকাশের আনন্দবাণী,
হৃদয়মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে ॥
রাগ : ভৈরবী
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ১৭ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ) : ৪ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ৪ অক্টোবর, ১৯১৪