নব-জীবনের যাত্রাপথে
নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর
হে হৃদয়েশ্বর–
প্রেমের বিত্ত পূর্ণ করিয়া দিক চিত্ত ;
যেন এ সংসারমাঝে তব দক্ষিণমুখ রাজে ;
সুখরূপে পাই তব ভিক্ষা, দুখরূপে পাই তব দীক্ষা ;
মন হোক ক্ষুদ্রতামুক্ত, নিখিলের সাথে হোক যুক্ত,
শুভকর্মে যেন নাহি মানে ক্লান্তি
শান্তি শান্তি শান্তি ।।
রাগ : ইমন-ভূপালী
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : ১৪ পৌষ, ১৩৪৬
রচনাকাল (খৃষ্টাব্দ) : ৩০ ডিসেম্বর, ১৯৩৯
রচনাস্থান : উত্তরায়ণ, শান্তিনিকেতন
স্বরলিপিকার: ৩০ ডিসেম্বর, ১৯৩৯