দেবব্রত বিশ্বাস

তপের তাপের বাঁধন

     তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে।
     হৃদয় আমার, শ্যামল-বঁধুর করুণ স্পর্শ নে॥
অঝোর-ঝরন শ্রাবণজলে             তিমিরমেদুর বনাঞ্চলে
     ফুটুক সোনার কদম্বফুল নিবিড় হর্ষণে॥
     ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা,
পরান-ভরানো ঘনছায়াজাল   বাহির-আকাশ করুক আড়াল--
     নয়ন ভুলুক, বিজুলি ঝলুক পরম দর্শনে॥

রাগ : দেশ

তাল : দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : চৈত্র, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927

রচনাস্থান :

স্বরলিপিকার: 1927

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন