দেবব্রত বিশ্বাস

আমার হিয়ার মাঝে

আমার    হিয়ার মাঝে লুকিয়ে ছিলে   দেখতে আমি পাই নি।
                তোমায়          দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি,     আমার          হৃদয়-পানে চাই নি ॥
    আমার সকল ভালোবাসায়    সকল আঘাত সকল আশায়
        তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি ॥
        তুমি মোর আনন্দ হয়ে    ছিলে আমার খেলায়--
        আনন্দে তাই ভুলেছিলেম,    কেটেছে দিন হেলায়।
        গোপন রহি গভীর প্রাণে         আমার দুঃখসুখের গানে
        সুর দিয়েছ তুমি, আমি          তোমার গান তো গাই নি ॥

রাগ : পিলু

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৫ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1914

রচনাস্থান : কলকাতার পথে রেলগাড়িতে

স্বরলিপিকার: 1914

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন