দেবব্রত বিশ্বাস

অল্প লইয়া থাকি

অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়।
     কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে "হায় হায়' ॥
          নদীতটসম কেবলই বৃথাই   প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
              একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ॥
যাহা যায় আর যাহা-কিছু থাকে   সব যদি দিই সঁপিয়া তোমাকে
     তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়।
          তোমাতে রয়েছে কত শশী ভানু,   হারায় না কভু অণু পরমাণু,
              আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায় ॥

রাগ : ছায়ানট

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1307

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1901

রচনাস্থান :

স্বরলিপিকার: 1901

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন