হায় রে, ওরে
হায় রে, ওরে যায় না কি জানা
নয়ন ওরে খুঁজে বেড়ায়, পায় না ঠিকানা ॥
অলখ পথেই যাওয়া আসা, শুনি চরণধ্বনির ভাষা--
গন্ধে শুধু হাওয়ায় হাওয়ায় রইল নিশানা ॥
কেমন করে জানাই তারে
বসে আছি পথের ধারে
প্রাণে এল সন্ধ্যাবেলা আলোয় ছায়ায় রঙিন খেলা--
ঝরে-পড়া বকুলদলে বিছায় বিছানা ॥
রাগ : ভৈরবী
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927
রচনাস্থান :
স্বরলিপিকার: 1927