এই কথাটাই ছিলেম
এই কথাটাই ছিলেম ভুলে--
মিলব আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে॥
অশোক বনে আমার হিয়া ওগো নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন যৌবনেরই কূলে কূলে
ফাল্গুনের এই ফুলে ফুলে॥
বাঁশিতে গান উঠবে পূরে
নবীন-রবির-বাণী-ভরা আকাশবীণার সোনার সুরে।
আমার মনের সকল কোণে ওগো ভরবে গগন আলোক-ধনে,
কান্নাহাসির বন্যারই নীর উঠবে আবার দুলে দুলে
ফাল্গুনের এই ফুলে ফুলে॥
রাগ : পিলু-বারোয়াঁ
তাল : ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ) : ১৩ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫
রচনাস্থান : সুরুল
স্বরলিপিকার: ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫