সুদেষ্ণা সাহা

ওগো, তোরা কে

              ওগো, তোরা কে যাবি পারে।
আমি   তরী নিয়ে বসে আছি নদীকিনারে॥
              ও পারেতে উপবনে
              কত খেলা কত জনে,
     এ পারেতে ধু ধু মরু বারি বিনা রে॥
     এই বেলা বেলা আছে, আয় কে যাবি।
     মিছে কেন কাটে কাল কত কী ভাবি।
              সূর্য পাটে যাবে নেমে,
              সুবাতাস যাবে থেমে,
     খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা-আঁধারে॥

রাগ : বেহাগ-খাম্বাজ

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1300

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1893

রচনাস্থান :

স্বরলিপিকার: 1893

সুদেষ্ণা সাহা - অন্যান্য নিবেদন