অভিরূপ গুহঠাকুরতা

যে দিন সকল

যে দিন      সকল মুকুল গেল ঝরে
আমায়       ডাকলে কেন গো,   এমন করে॥
              যেতে হবে যে পথে বেয়ে   শুকনো পাতা আছে ছেয়ে,
              হাতে আমার শূন্য ডালা কী ফুল দিয়ে দেবো ভরে॥
              গানহারা মোর হৃদয়তলে
তোমার     ব্যাকুল বাঁশি কী যে বলে।
              নেই আয়োজন, নেই মম ধন,   নেই আভরণ, নেই আবরণ--
              রিক্ত বাহু এই তো আমার বাঁধবে তোমায় বাহুডোরে॥

রাগ : দেশ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923

রচনাস্থান :

স্বরলিপিকার: 1923

অভিরূপ গুহঠাকুরতা - অন্যান্য নিবেদন