শুভশ্রী ভট্টাচার্য

একলা ব'সে একে

একলা ব'সে একে একে অন্যমনে   পদ্মের দল ভাসাও জলে অকারণে।
হায় রে, বুঝি কখন তুমি গেছ ভুলে   ও যে আমি এনেছিলেম আপনি তুলে,
              রেখেছিলেম প্রভাতে ওই চরণমূলে   অকারণে--
              কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণে   অন্যমনে॥
              দিনের পরে দিনগুলি মোর এমনি ভাবে
              তোমার হাতে ছিঁড়ে হারিয়ে যাবে।
              সবগুলি এই শেষ হবে যেই তোমার খেলায়
              এমনি তোমার আলস-ভরা অবহেলায়
     হয়তো তখন বাজবে ব্যথা সন্ধেবেলায়   অকারণে--
     চোখের জলের লাগবে আভাস নয়নকোণে   অন্যমনে॥

রাগ : কীর্তন

তাল : দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২০ আষাঢ়, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৪ জুলাই, ১৯২২

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ৪ জুলাই, ১৯২২

শুভশ্রী ভট্টাচার্য - অন্যান্য নিবেদন