আমার প্রাণে গভীর গোপন
আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি,
অন্ধকারে হঠাৎ তারে দেখি ॥
যবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে,
কার সে নয়ন-'পরে নয়ন যায় গো ঠেকি ॥
যখন আসে পরম লগন তখন গগন-মাঝে
তাহার ভেরী বাজে।
বিদ্যুত-উদ্ভাসে বেদনারই দূত আসে,
আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি ॥
রাগ : বৃন্দাবনী সারং
তাল : তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ) : চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1926
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: 1926