কল্লোল ঘোষাল

জানি জানি কোন্

জানি জানি কোন্‌ আদি কাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে,
সহসা হে প্রিয়, কত গৃহে পথে
       রেখে গেছ প্রাণে কত হরষন।
              কতবার তুমি মেঘের আড়ালে
              এমনি মধুর হাসিয়া দাঁড়ালে,
              অরুণ-কিরণে চরণ বাড়ালে,
                     ললাটে রাখিলে শুভ পরশন॥
সঞ্চিত হয়ে আছে এই চোখে
কত কালে কালে কত লোকে লোকে
কত নব নব আলোকে আলোকে
       অরূপের কত রূপদরশন।
              কত যুগে যুগে কেহ নাহি জানে
              ভরিয়া ভরিয়া উঠেছে পরানে
              কত সুখে দুখে কত প্রেমে গানে
                     অমৃতের কত রসবরষন॥

রাগ : মিশ্র কেদারা

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ১০ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান : বোলপুর

স্বরলিপিকার: 1909

কল্লোল ঘোষাল - অন্যান্য নিবেদন